রুপো তো ছিলই, এবার সোনার মোড়ক পেলো মিষ্টি
ভারতীয় অনুষ্ঠান আর মিষ্টিমুখ হবে না তা কি হয়! তাহলে তো উৎসবই অসম্পূর্ণ। সামনেই রাখীপূর্ণিমা। এই উপলক্ষে নতুন সাজে সেজেছে মিষ্টির দোকানগুলি | কে কাকে কিভাবে টেক্কা দেবে উঠে-পড়ে লেগেছে। কিন্তু এরই মাঝে গুজরাতের সুরাতের একটি মিষ্টির দোকান সবাইকে টপকে এমন এক মিষ্টি এনেছে যা দেখলেই কিনতে চাইবেন। কারণ সোনা। আর সোনার প্রতি মানুষের দুর্বলতা কে না জানে? এই দোকান এমন এক অভিনব মিষ্টি তৈরী করেছে যা কিনা সোনার। নাম‚ ২৪ ক্যারেটস মিঠাই ম্যাজিক। দাম পড়বে কেজি পিছু ৯০০০ টাকা। আকাশছোঁয়া দামের কারণ মিষ্টিগুলো আবৃত রয়েছে খাঁটি সোনার তবকে .
শুধুই চমক নয়। এই মিঠাই বানানোর পিছনে আছে স্বাস্থ্যগত কারণও। জানিয়েছেন দোকানের মালিক। সোনার উপকারী দিকগুলোর কথা ভেবেই নাকি এই মিষ্টি বানানো ! সাধারণত মিষ্টি মোড়া থাকে রুপোর তবকে। কিন্তু রুপোর তুলনায় সোনার গুণমান অনেক বেশি‚ তাই বেছে নেওয়া হয়েছে স্বর্ণস্পর্শকেই। নাম দেওয়া হয়েছে গোল্ড সুইট (Gold Sweets) । রাখীবন্ধনের আগে মিষ্টির দোকানে উপচে পড়েছে ভিড়। সবাই কিনুক‚ বা না কিনুক‚ একবার দেখছে অন্তত সোনার মিষ্টি।