কলকাতা টাইমস :
একটা সময় ছিল, শুধু সেলিব্রেটিরাই ত্বক, রূপ-সৌন্দর্য-ফিগার নিয়ে সচেতন ছিলেন। তবে দিন পাল্টেছে, এখন শিশু থেকে বৃদ্ধ সবাই সচেতন নিজের ফিগার-সৌন্দর্য ও সুস্থতা নিয়ে। যাদের ওজন একটু বেশি তারা তো অনেক বেশিই চিন্তিত। ওজন কমাতে নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবারের কথা তো সবাই জানি। এবার জেনে নিন আরও একটি পদ্ধতি। খুব সহজে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে হয়ে যান স্লিম-ফিট।
শুধু গরম জলে একঘণ্টা গোসল করেই আমরা ১৩০ ক্যালোরি পোড়াতে পারি। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক ম্যাগাজিন ইউএসনিউজের স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গরম জলে স্নান করে বসে থাকার তুলনায় ৭৯ শতাংশ বেশি ক্যালোরি ঝরানো সম্ভব হয়।
• ডায়াবেটিস রোগীদের গরম জলে স্নানে রক্ত থেকে গ্লুকোজের পরিমাণ কমায়।
• শরীরের ক্ষতিকর টক্সিন বের হয়ে যায়, এর ফলে ওজন কমে।
• বিশেষজ্ঞরা গরম জলে স্নান করার পরামর্শ দিয়েছেন। তবে এজন্য ফুটন্ত গরম জলের কথা কিন্তু বলা হয়নি। সহনীয় ১০ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার জলে স্নান করতে বলা হয়।
• ভারি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে গরম জল দিয়ে স্নান করবেন না।
• শীতে শুধু আরাম পেতেই নয়, কাঙ্ক্ষিত ফিগার পেতেও গোসল করুন গরম স্নান।