গরু ডিম পাড়ে! পনির গাছে ফলে!
কলকাতা টাইমসঃ
এককালে ভারত শাসন করা ব্রিটেনের ছাত্র-ছাত্রীদের বর্তমান হাল শুনলে অবাক হতেই হবে।ব্রিটেনের ৬ থেকে ১১ বছরের পড়ুয়াদের অধিকাংশই মনে করে গরু ডিম পাড়ে! শুধু তাই নয় তারা এও মনে করে, পনির আসলে গাছে ধরে! সেদেশে পড়ুয়াদের নিয়ে করা এই সমীক্ষা অবাক করেছে বিশ্বকে।
সেখানকার প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গেছে দুই তৃতীয়াংশ পড়ুয়া জানেই না, যে গরু দুধ দেয়। তাদের দাবি গরু ডিম পাড়ে! আবার ১০ শতাংশ ছাত্র-ছাত্রী কখনো টমেটোই খায়নি। সমীক্ষায় দেখা গেছে ছাত্র-ছাত্রীদের খাবার দাবারের বিষয়ে ন্যূনতম জ্ঞানটুকুও নেই। বছর দুয়েক আগেও ‘ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশনও’ একটি সমীক্ষায় দেখা গেছে সেদেশের প্রতি তিনজনের মধ্যে একজন পড়ুয়া বিশ্বাস করে, পনির আসলে গাছে ফলে!