হিন্দু ধর্মে কলাগাছের মাহাত্ব অনেকেরই অজানা
কলকাতা টাইমস :
হিন্দু ধর্মের যেকোনো পূজা অর্চনায় কলাগাছ ও নারকেল দেখতে পাওয়া যায়৷ কিন্তু এই কলাগাছ কেন ব্যবহার করা হয় সেটা হয়তো অনেকেরই অজানা৷
হিন্দুধর্মে কলাগাছকে খুবই পবিত্র মনে করা হয়৷ পবিত্র অনুষ্ঠানে বাড়ির দরজার সামনে এই কলাগাছ দেখতে পাওয়া যায়৷ একইসঙ্গে বাড়িতে আমন্ত্রিত অতিথিদেরকে আপ্যায়ন করার সময় কলাগাছের পাতায় খেতে দেওয়া হয়৷
বৃহস্পতিবার এই গাছ পূজা করা হয়৷ ভগবান বিষ্ণুর প্রসাদ হিসেবে কলা ব্যবহার করা হয়৷
\হিন্দু পুরাণ অনুযায়ী, কলাগাছের সম্পূর্ণ অংশটিই ব্যবহার করা হয় পূজাতে৷ ‘দেবগুরু বৃহস্পতি’র সঙ্গে তুলনা করা হয় কলাগাছকে৷ কলাগাছের পাতায় খাওয়া হয়, মোচা দিয়ে তরকারি রান্না করা হয়, থোড় দিয়ে তৈরি করা হয় আয়ূর্বেদিক ওষুধ৷
বৃহস্পতি রত্ন পাথরের সঙ্গে তুলনা করা হয় এটিকে৷ তবে সেই পাথরটি এতই দামী যে অনেকেই সেটি কিনে উঠতে পারেন না৷ তারা কলাগাছের শিকড় হাতের মধ্যে পড়েন৷
কলা খুবই এনার্জিটিক ফল৷ একইসঙ্গে এই ফলটি একেবারেই দামিও নয়৷ যেকেউই এই ফলটি কিনতে পারে৷
মঙ্গলিক দোষ দূর করতেও এই কলাগাছ ব্যবহার করা হয়৷ এই দোষ কাটাতে কলাগাছের সঙ্গে বিয়ে দেওয়া হয়৷