মন্ত্রীদের পর এবার সাংসদদের বেতনেও ৩০ শতাংশ কোপ, কমছে পেনশনও
কলকাতা টাইমসঃ
গতকাল মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেলো ‘এমপি’দের বেতন, ভাতা এবং পেনশন হ্রাস সংক্রান্ত বিল। করোনা জনিত কারণে এবার মন্ত্রীদের পর সমস্ত সাংসদদেরও ৩০ শতাংশ বেতনে কোপ পড়লো। আগামী এক বছর এমপিদের বেতনের অংশ করোনা খাতে ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতাও করতে দেখা গেছে বেশকিছু সাংসদকে। যেমন তৃণমূল সাংসদদের বক্তব্য, বেতনের প্রয়োজন নেই কিন্তু এমপি ল্যাদের নির্দিষ্ট অর্থ দেওয়া হোক পরিষেবা এবং উন্নয়নের খাতিরে।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নরেন্দ্র মোদি সাংসদ এবং মন্ত্রীদের স্যালারি ৩০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। এমনকি এমপি ল্যাডের অর্থও আগামী দু’বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতে করোনার প্রকোপ বাড়তে থাকায় প্রথম ধাপে মন্ত্রীদের ৩০ শতাংশ বেতন কমানোর জন্য বিল পাস হয় লোকসভায়। মূলত চলতি অর্থ বছরের জন্য যা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে ওই বিলে।