মসুর ডাল খেয়ে বা ঝোলা কাঁধে সৌভাগ্য বয়ে আনে তারা
সংস্কৃতির ভিন্নতায় মানুষের সামাজিক ক্রিয়াকলাপ, আচার-অনুষ্ঠান ও রীতির ভিন্নতা দেখা যায়। বিভিন্ন জাতি-গোষ্ঠির মধ্যে নানা ধরনের সাংস্কৃতিক আচার দেখা যায় যেখানে নতুন বছরে সুভাগ্য বয়ে আনতে তা পালন করা হয়। এরা সবাই নতুন বছরের ১২টি মাসে যেন ভাগ্য সুপ্রসন্ন থাকে তারই প্রার্থণা করেন। এগুলো যার যার বিশ্বাস। এখানে জেনে নিন তেমনই কিছু বৈচিত্র্যের কথা।
১. স্পেনে নতুন বছরের শুরুতে মানুষ গুনে গুনে ১২টি করে আঙ্গুর খান। তাদের বিশ্বাস, এতে দুর্ভাগ্য বিদায় নেয়।
২. ইতালিয়ানরা বিশ্বাস করে, নতুন বছরের শুরুতে মসুর ডাল খেলে অর্থনৈতিক অবস্থাটা পরিপুষ্ট হয়ে ওঠে।
৩. ওদিকে গ্রিকরা নয়া বছরকে বরণ করেন গোলাকার কেক বানিয়ে। কেকটা কিন্তু গোলাকারই হতে হবে, নয়তো সৌভাগ্য বয়ে আসবে না।
৪. ফিনল্যান্ডবাসীদেরও নিজস্ব আয়োজন রয়েছে। নতুন বছরে সৌভাগ্য বয়ে আনতে তারা কোনো নষ্ট হয়ে যাওয়া কিংবা পুড়ে যাওয়ার ধাতব টুকরো শীতল জলে ছুড়ে ফেলেন।
৫. কলম্বিয়ানরা অদ্ভুত এক কাজ করেন। বছরের শুরুতে তারা কাঁধে একটি খালি ব্যাগ ঝুলিয়ে প্রতিবেশীদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করেন।
৬. ব্রাজিলিয়ানরা সাম্বার উদ্যমেই নতুন বছরকে সৌভাগ্যপূর্ণ করতে চায়। শুরুতেই তারা মাটি থেকে শূন্যে ৭ বার লাফ দেন। এতে ভাগ্য সুপ্রসন্ন হয় বলেই তাদের বিশ্বাস।
৭. আমেরিকানরা পুরনো বছর থেকে নতুন বছরে পা দিতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিশাল একটি বল ফেলে দেয়। এতে নাকি নতুন বছরে ভাগ্যদেবী উদার হয়ে ওঠেন।