January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

করোনা গ্রাসে উবেরের হাজারও কর্মচারীকে ‘পিঙ্ক লেটার’ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কোরোনা আবহে চলতে থাকা লকডাউন আধার নামাল বিশ্বের সবচেয়ে বড় ক্যাব পরিষেবা সংস্থা উবার এর ওপরও। অর্থনৈতিক মন্দার কবলে পড়া কোম্পানি ঘোষণা করেছে  যে, অনটনের কারণে হাজারো কর্মচারীকে ছাঁটাই করা হবে। পৃথিবী জুড়ে কডাউনের কারণে ট্রান্সপোর্ট ও ক্যাব পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত।

ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কে রেগুলেটিং ফাইলিংয়ের মাধ্যমে উবের জানিয়েছে, ‘করোনা ভাইরাস এর কারণে আর্থিক অনিশ্চয়তা এবং ব্যবসায় এর খরব প্রভাবে আমরা পরিচালন খরচ কমানোর পরিকল্পনা করেছি।’  এরপরই নিজের কর্মচারীদের চিঠি লিখে উবেরের সিইও দারা খোসারশাহী জানান, আমাদের রাইড ট্রিপ ভ্যালুমসে এতটাই পতন ঘটেছে যে আর আমাদের কমুনিকেশন অপারেশন এবং ইন পার্সন সাপোর্টের প্রয়োজন ভীষণ কমে গেছে । তাই ৩ হাজার ৭০০ ফুল টাইমে কর্মচারীকে ছাড়াতে বাধ্য হচ্ছি।

Related Posts

Leave a Reply