January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

হলফ করে বলতে পারি দাগ তোলার এই উপায়গুলি আপনার জানা নেই  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কাজ করতে গেলে দাগ পড়বেই। সেই দাগ হতে পারে পোশাকে, বাসনকোসনে এমনকি আসবাবপত্রেও! একবার দাগ পড়লে তা না তোলা পর্যন্ত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তাই বলে তো ফেলে রাখলেও চলবে না। অনেক চেষ্টা করেও যদি দাগ না ওঠে তখন হাল ছেড়ে দেবেন না যেন। রইলো সহজেই দাগ তোলার কিছু উপায়-

ছুরি বা কাঁচি থেকে মরচে দাগ তোলার জন্য ছুরি ভিনেগারে বেশ কিছুক্ষণ ভিজিয়ে এরপর আধা ঘণ্টা ফুটিয়ে নিন।

কম্পিউটারের কি-বোর্ড বা মাউসে ময়লা জমলে তুলার প্যাডে কয়েক ফোঁটা নেইল রিমুভার দিয়ে ময়লার ওপর বুলিয়ে নিন। সব ময়লা উঠে যাবে।

অনেক সময় বাসনের স্টিকার সহজে তোলা যায় না। তুলতে গেলেও আঠালো ভাব লেগে থাকে। তাই হাত দিয়ে না তুলে একপাশে মোমবাতি ধরুন। এরপর মোমবাতি সরিয়ে এককোণ থেকে স্টিকার তুলে ফেলুন।

রান্না করার পর প্রেশার কুকারে অনেক সময় হলদে দাগ পড়ে। এই দাগ তুলতে কুকারে লেবুর রস ও লেবু একসঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিন। দাগ থাকবে না। ভিনেগার দিয়ে ফোটালেও দাগ থাকবে না।

বালতি বা অন্য কোনো প্লাস্টিকের জিনিসে মরচের দাগ পড়লে তারপিন তেলের সঙ্গে লবণ মিশিয়ে ঘষুন। দাগ নিমেষে উঠে যাবে।

পিতলের কালচে দাগ তুলতে ময়দা, লবণ ও ভিনেগারের পেস্ট বানিয়ে পিতলের কালো দাগের ওপর মাখিয়ে দিন। ১০ মিনিট পর নরম কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। চকচকে হয়ে যাবে।

রুপার গয়না কালো হয়ে গেলে একটি পাত্রে গয়না রেখে পানি দিয়ে কয়েক টুকরো আলু দিন। ১০ মিনিট ফোটান। নামিয়ে ঠান্ডা হলে পানি থেকে তুলে নরম কাপড় দিয়ে ঘষে নিন।

Related Posts

Leave a Reply