May 21, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

ধর্ষিতাদের পোশাক নিয়ে এক অভিনব প্রদর্শনী চলছে এখানে- যাবেন নাকি একবার ? 

[kodex_post_like_buttons]

নিজস্ব প্রতিবেদনঃ ধর্ষণ বিশ্বের যে কোনও প্রান্তেই হোক না কেন, ঘুরেফিরে ঠিক প্রশ্ন ওঠে নারীদের পোশাক নিয়েই। নারীদের পোশাকই নাকি ধর্ষণের কারণ। পোশাক ই নাকি নারীকে বিপন্ন করে? এই বিরক্তিকর মন্তব্য থেকে সমাজকে মুক্ত করতে এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় বেলজিয়ামে।

Image result for is an exhibition of clothes of rape victims

‘‌পোশাকই ধর্ষণের কারণ’‌ এই ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য বেলজিয়ামের ব্রুসেলসের এক মিউজিয়ামে অদ্ভুত এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাস্তবে যে নারীরা ধর্ষিত হয়েছেন, তারা সে সময় যে পোশাক পরেছিলেন, সেই পোশাক প্রদর্শিত হয়েছে এখানে।

Image result for is an exhibition of clothes of rape victims

ধর্ষিতাদের পোশাকই প্রমাণ দিচ্ছে, পোশাক নয় সমাজের বিকৃত মানসিকতাই ধর্ষণের জন্য দায়ী। মিউজিয়ামে এমন পোশাকও রয়েছে যা পরে মহিলারা রাতে শুতে যান, সেই পোশাকেও নারীদের ধর্ষণ করা হয়েছে। এছাড়াও রয়েছে পায়জামা, ট্র‌্যাকস্যুট, মেয়েদের ফুলহাতা শার্ট, এমনকী শিশুদের পনি শার্টও। প্রতিটি পোশাকের পাশে ওই নারীর ধর্ষণের কাহিনী বর্নিত হয়েছে। এই প্রদর্শনীর মধ্য দিয়ে সমাজের কঠিন বাস্তবকে তুলে ধরা হয়েছে। চলতি বছরের ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রদর্শন। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

Related Posts

Leave a Reply