May 10, 2024     Select Language
Editor Choice Bengali খেলা রোজনামচা

অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ হার বিরাটের 

[kodex_post_like_buttons]

নিজস্ব প্রতিবেদন: অধিনায়ক হিসাবে বিরাট কোহলি প্রথম সিরিজ হারলেন। বিদেশের মাটিতে ফের পদর্যুস্ত ভারত। মঙ্গলবার এই দুই হারের সাক্ষী রইল সেঞ্চুরিয়ন। ১৩৫ রানে জয় পেয়ে দ্বিতীয় টেস্টও পকেটে পুড়ল ফাফ দু প্লেসিসরা।

রোহিত শর্মা ৪৭ রান ছাড়া দ্বিতীয় ইনিংসে বাকিরা সবাই ছিলেন আয়ারাম-গয়ারাম। প্রথম ইনিংসে অধিনায়ক কোহলি দুর্দান্ত ১৫৩ রানের ইনিংসের পর এদিন তাঁকে কার্যত শূন্য হাতেই ফিরতে হয়েছে। এদিন বিরাটদের একাই কফিনে পুরে শেষ পেরেক গেঁথে দেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গিসানি এনগিড়ি। মাত্র ১২ ওভার বল করে ৬টি উইকেট নেন লুঙ্গি। তাঁর এই অনবদ্য স্পেল ক্রিকেট ইতিহাসে নজির গড়ল। এছাড়া কাগিসো রাবাদা ৩টি উইকেট পান।

দ্বিতীয় ইনিংসে ২৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হোঁচট খায় ভারতীয় ব্যাটিং লাইনআপ। চেতেশ্বর পূজারা এবারেও রান আউট হন। হার্দিক পান্ডিয়া কার্যত শূন্য হাতেই ফেরেন প্যাভিলিয়নে।

প্রসঙ্গত, টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দু প্লেসিস। মারক্রম (৯৪) এবং হাসিম আমলা (৮২)-র ব্যাটিং দাপটে ৩৩৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ভারত অধিনায়ক বিরাট কোহলি একাই ১৫৩ রানের ইনিংস খেলে সম্মানজনক স্কোরে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৫৮ রান করে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রথম দুটি টেস্ট দু প্লেসিসের দখলে। ২৪ জানুয়ারি থেকে জোহানেসবার্গে শুরু হবে তৃতীয় টেস্ট।

Related Posts

Leave a Reply