May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাবা মা-এরও অধিকার নেই প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়েতে নাকগলানোর- সুপ্রিমকোর্ট 

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
দু’জন প্রাপ্তবয়স্ক স্বেচ্ছায় বিয়ে করলে তৃতীয়পক্ষের কিছু বলার থাকতে পারে না। পারিবারিক সম্মানের নামে খুনের এক মামলায় পর্যবেক্ষণ ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের। সোমবার সুপ্রিম কোর্টে এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘বাবা মা হোন বা সমাজ, অথবা অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠী, বিয়েতে নাক গলানোর অধিকার কারও নেই’।

হরিয়ানা-সহ উত্তর ভারতে খাপ পঞ্চায়েতের দাদাগিরির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল ‘শক্তি বাহিনী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের অভিযোগ, সমাজের স্বঘোষিত অভিভাবক খাপ পঞ্চায়েতগুলি পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলেই হেনস্থা করে যুবক-যুবতীদের।

এদিনের শুনানিতে খাপ পঞ্চেয়েতর পক্ষের আইনজীবীকে চরম ভর্ত্সনা করেন প্রধান বিচারপতি। বলেন, আমরা খাপ পঞ্চায়েতের অধিকার নিয়ে চিন্তিত নই। আমাদের চিন্তা বিবাহিত যুগলদের অধিকার নিয়ে। এদিন আদালতে দিল্লির অঙ্কিত সাকসেনা খুনের মামলার উল্লেখ করেন এক আইনজীবী। তবে এব্যাপারে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন বিচারপতিরা।

 

Related Posts

Leave a Reply