May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

উত্তেজনা চরমে, পরমাণু অস্ত্র নিয়ে মুখোমুখি দুই দেশ ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মুসলিম বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্র ইরান ও সৌদি আরব এবার মুখোমুখি পরমাণু অস্ত্রের লড়াইয়ে৷ সৌদি যুবরাজ তথা সৌদি আরবের পরবর্তী বাদশা হতে চলা মহম্মদ বিন সলমন সম্প্রতি এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন।

তিনি বলেন, যে কোনও উপায়ে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হবে আরব৷ এর জন্য তৈরি করা হবে পরমাণু বোমার ভাণ্ডার৷ ইরানের পারমানবিক কর্মসূচির পাল্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ সৌদি যুবরাজের মন্তব্যে ঝড় উঠছে ইরানেও৷ তেহরানের প্রতিক্রিয়া জানতে মুখিয়ে বিশ্ব৷ তবে ইরানের সব সংবাদ মাধ্যমে সৌদি পরমাণু কর্মসূচির খবর এসেছে শিরোনামে৷ সেই সঙ্গে শুরু হয়েছে সংঘর্ষের গুঞ্জন৷ বলা হচ্ছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে এবার তেড়ে ফুঁড়ে নামছে আরব৷

শিয়া-সুন্নিতে বিভক্ত মুসলিম দুনিয়ায় বরাবরই শিয়াপন্থী ইরানের বিরোধিতা করে সুন্নিপন্থী আরব৷ এদিকে সৌদি আরব যুবরাজ পরমাণু অস্ত্র বানানোর মন্তব্য করায় মুসলিম বিশ্ব ফের সরগরম৷ তার আঁচ লেগেছে আন্তর্জাতিক মহলে৷ সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সৌদি যুবরাজ তার দেশের এক টিভি সাক্ষাৎকারে পরমাণু অস্ত্র কর্মসূচির কথা বলেছেন৷ সেখানে তিনি বলেন, সৌদি আরব চায় না পরমাণু অস্ত্র৷ তবে যদি ইরান পরমাণু বোমা তৈরি করে আরব মুলুকও চুপ করে বসে থাকবে না৷ আমরা দ্রুত এই মারণাস্ত্র বানাব৷

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিস্তর পানি ঘোলা হচ্ছে বিশ্বে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি উড়িয়ে দিয়েছে ইরান৷ দীর্ঘদিন ধরেই ইরান সরকার তাদের পরমাণু কর্মসূচি চালাচ্ছে৷ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয়েছে দেশটির উপরে৷ এর জেরে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমশ তলানিতে৷ এমনই অবস্থায় মার্কিন বন্ধুরাষ্ট্র সৌদি আরবের যুবরাজ যেভাবে ইরানকে চাপে রেখে পরমাণু অস্ত্র তৈরির কথা বলেছেন তাতে জটিলতা আরও বাড়ল৷

 

Related Posts

Leave a Reply