May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা রোজনামচা

বাংলাদেশে আজ শিশুদিবস, সেখানে শিশুদের দিয়েই চলছে স্কুলের গার্ডওয়াল নির্মাণের কাজ  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

চট্টগ্রামের বোয়ালখালীর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস উদযাপন না করে স্কুলের গার্ডওয়াল নির্মাণ কাজেই ব্যস্ত রাখা হয়েছে শিশুদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এই দিনে এমন ঘটনায় ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এতে এলাকার শত শত মানুষ প্রতিবাদ করায় তোপের মুখে পড়ে ছাত্রদের সরিয়ে নেন স্কুল কমিটি।

ম্যানেজিং কমিটি ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যদের সহযোগিতায় স্কুল বাউন্ডারি ও গার্ডওয়াল নির্মাণের ইট, বালি, কংক্রিট সাপ্লাইয়ের কাজ করার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে এলাকার সাধারণ মানুষ।শনিবার সকালেই এমন ঘটনা ঘটে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ বাদাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে শিশুদের দিয়ে স্কুল কমিটি ও প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সহযোগিতায় এসব কাজ করিয়েছেন বলে স্বীকার করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি আবুল মনছুর।

 

Related Posts

Leave a Reply