May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভারতে আইএস রিক্রুটারের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ইসলামিক স্টেটের জন্য ১৫ জন ভারতীয়কে নিয়োগের করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল এক মহিলাকে। কেরালায় আইএসের হয়ে লোক রিক্রুট করার মামলায় ইয়াসসিন মোহম্মদ জাহির নামে বিহারের এক মহিলাকে দোষী সাবস্ত করে এই নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইএসের সঙ্গে যোগাযোগ রাখা, কেরল থেকে ১৫জনকে বাছাই করে আইএসের জন্য আফগানিস্তানে পাঠানোর মতো ভয়ঙ্কর অপরাধ আছে।

জানা গেছে, ২০১৬ সালের মে মাসে তাঁর বিরুদ্ধে প্রথম মামলা রুজু হয়। কেরালা পুলিশের হাতে সে বছরের জুলাইয়েই দিল্লিতে ধরা পড়েন তিনি। এনআইএ’র মামলায় আবদুল রশিদ নামে একজনের বিরুদ্ধেও চার্জশিট পেশ করেছে এনআইএ। রশিদই আইসিসের জন্য লোক রিক্রুট করার চক্রের মূল অভিযুক্ত। সে আফগানিস্তান রয়েছে বলে সন্দেহ গোয়েন্দা সংস্থাগুলির। প্রসঙ্গত, ভারতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগসূত্র রাখায় ভারতে ইয়াসমিনই প্রথম দোষী সাব্যস্ত হলেন।

 

Related Posts

Leave a Reply