May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

উত্তর কোরিয়াকে সাহায্য করার অপরাধে ২৭ টি জাহাজ এবং ২১ টি কোম্পানিকে কালো তালিকা ভুক্ত করলো জাতিসঙ্ঘ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

উত্তর কোরিয়াকে সাহায্য করায় ২৭টি জাহাজ, ২১টি জাহাজ কোম্পানি ও এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তেল ও কয়লার মতো গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রীর চোরাচালান রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

নতুন এই শাস্তিমূলক ব্যবস্থার ফলে তেলবাহী ট্যাংকার ও কার্গো জাহাজগুলো বিশ্বের সব বন্দরে নিষেধাজ্ঞার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে। গত মাসে আমেরিকা শাস্তিমূলক ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছেল। পরে অন্য সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে তা অনুমোদিত হয়। উত্তর কোরিয়ার ১৬টি, হংকংয়ের ৫টি, চীনের দু’টি, তাইওয়ানের দু’টি এবং পানামা ও সিঙ্গাপুরের একটি করে জাহাজ কোম্পানি নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এই কালো তালিকাভুক্ত করা টাকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জানিসংঘের নেওয়া সবচেয়ে বড় শাস্তিমূলক ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।

 

Related Posts

Leave a Reply