May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রাশিয়ার ১১ জেনারেলকে বরখাস্ত করলেন পুতিন 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক মহলে আবারও আলোচনায় রাশিয়া। রুশ গণমাধ্যম সূত্রে খবর, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ জন জেনারেলকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ঠিক কী কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি।

অনেকে মনে করছেন, রুশ শপিং মলগুলোতে বারবার আগুন লাগার কারণে তাঁদের বরখাস্ত করা হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার শপিং মলগুলোতে বারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বুধবার মস্কোর একটি শপিং মলে আগুন লেগে একজন নিহত ও ছয়জন আহত হন। এর দুই সপ্তাহ আগে দেশটির ফেডারেল অঞ্চল সাইবেরিয়ার কামরোয়া শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু। আজও একটি মলে আগুন লাগার ঘটনা ঘটে। যেখানে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রেসিডেন্ট পুতিন এ ধরনের দুঃখজনক ঘটনার জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলোর দায়িত্বে অবহেলাকে দায়ী করে বলেন, তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শিগগির ব্যবস্থা নেয়া হবে।

 

Related Posts

Leave a Reply