May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কোপা ডেল রের ফাইনালে মেসিকে থামানোর ভার পড়লো স্বদেশী গ্যাব্রিয়েল মার্কাদোর ওপর 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ঘনিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপের ক্ষণ। মেসিকে ঘিরে ফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। আশায় বুক বাঁধছেন লাখো আর্জেন্টাইন। শিরোপা আদায়ের পথে তাকে থামাতে গিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়! সামান্য আঘাতে যদি ইনজুরিতে পড়ে যান আর্জেন্টিনার এই তুরুপের তাস!

তেমনটি হলে নিস্তার পাওয়ার কথা নয় মার্কাদোর। তিনি মানছেন, যদি আমি মেসিকে আঘাত করি, তা হলে হয়তো আমি দেশে ফিরতে পারব না। কোপা ডেল রের ফাইনালে শনিবার মুখোমুখি হবে বার্সেলোনা-সেভিয়া। শিরোপার লড়াইয়ে লিওনেল মেসিকে সামলানোর ভার পড়ছে স্বদেশী গ্যাব্রিয়েল মার্কাদোর ওপর। নিশ্চয়ই গোলমেশিনকে আটকাতে সচেষ্ট থাকবেন তিনি। দরকারে চড়াও হবেন, গায়ের জোরে বল কেড়ে নেবেন।

তিনি বলেন, ফাউল করে আপনি মেসিকে থামাতে পারবেন না। তাকে ফেলে দেবেন, তৎক্ষণাৎ উঠে বল নিয়ে দৌড় দেবে, ফুটবল কব্জায় নিতে চাইবে। সে শুধু প্রতিপক্ষকে চাপে রাখতে চায়, গোল পেতে চায়। জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন মেসি-মার্কাদো। গোল করেন ম্যাজিসিয়ান। আর নিজে পালন করেন রক্ষণভাগে অতন্দ্র প্রহরীর ভূমিকা। সতীর্থ সম্পর্কে তার প্রশংসাপত্র, সে বিশ্বের সেরা খেলোয়াড়। এতে কোনো সন্দেহ নেই। মাঠে তার প্রভাব থাকে সব সময়। ও যেমন গোল করে, তেমনি সতীর্থদের করায়। সে যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি।

তবে জয়ের আশা ছাড়ছেন না মার্কাদো। আমরা ডিফেন্স নিয়ে প্রচুর কাজ করছি। আমাদের সেরাটাই খেলতে হবে। শিরোপা জয়ের স্বপ্ন দেখছি। আমাদের কাছ থেকে কেউ তা সহজে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না।

 

Related Posts

Leave a Reply