May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

টরেন্টোর ঘাতক আসলে প্রবল নারী বিদ্বেষী, আর সেই কারণেই খুন !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

টরেন্টোর রাস্তায় পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেওয়া ঘাতক যুবক আসলে প্রবল নারী বিদ্বেষী ছিলেন বলে জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তার কিছু পোস্ট ও সহপাঠিদের বক্তব্য শুনে এমনটাই দাবি করেছে সেই দেশের পুলিশ প্রশাসন।

পুলিশ জানায়, ২৫ বছর বয়সী অ্যালেক মিনাসিয়ান টরোন্টোর উত্তরের শহরতলী রিচমন্ড হিলের বাসিন্দা। এর আগে পুলিশের খাতায় কখনো কোনও অপরাধে তার নাম ওঠেনি। কিন্তু টরোন্টো শহরের ব্যস্ত রাস্তায় ইচ্ছাকৃতভাবেই সে পথচারীদের উপরে গাড়ি চালিয়ে দেয়। ওই ঘটনায় দশজন নিহত হয়েছেন। আহত হয়েছেনে ১৫ জন। কানাডা পুলিশের বক্তব্য, ওই যুবক হামলার ঠিক আগে অনলাইনে রহস্যজনক কিছু বার্তা পোস্ট করেন। যা থেকে ধারনা করা হচ্ছে তিনি নারী বিদ্বেষী ছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অন্য একটি হামলার জন্য দায়ী ব্যক্তির প্রশংসা করে কিছু বক্তব্য রেখেছেন।

এদিকে তার এক সহপাঠী তাকে সামাজিকভাবে বিদঘুটে প্রকৃতির বলে বর্ণনা করেন। তিনি কারো সাথে মেলামেশা করতেন না। স্কুলে তিনি ‘বিশেষ সহায়তা দরকার’ এমন তালিকাভুক্ত ছিলেন। স্কুলে একা একা হেটে বেড়াতেন এবং স্কুলের ক্যাফেতেও এক একাই খেতেন।’

 

Related Posts

Leave a Reply