May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ক্রিকেটে ‘ভদ্রতা’ বজায় রাখতে আরও কঠোর হতে চলেছে আইসিসি 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

‘জেন্টলম্যান গেম’ হিসেবে খ্যাত ক্রিকেটে অভদ্র ক্রিকেটারের সংখ্যা একেবারে কম নয়। ‘ভদ্রতা’ বজায় রাখতে এবার আরও কঠোর হতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কলকাতায় অনুষ্ঠিত আইসিসির বৈঠক শেষে সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছেন, মাঠে ক্রিকেটাররা অসংযত আচরণ করলে বা বল বিকৃতি করলে তাদের শুধু জরিমানা বা দুই-এক ম্যাচে বহিষ্কার করেই থামবে না আইসিসি। আরও কঠোর নিয়ম আসতে চলেছে তাদের জন্য।

ফুটবলে রেফারিদের যেমন লাল কার্ড ও হলুদ কার্ডের মাধ্যমে ফুটবলারদের নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে, ক্রিকেটে আম্পায়ারদেরও হয়তো এই বার তেমন ক্ষমতাই দেওয়া হবে, ইঙ্গিত দেন রিচার্ডসন। তিনি বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সফরে যে সব ঘটনা ঘটেছে, তা আমাদের চোখ খুলে দিয়েছে। সেই জন্যই মনে হচ্ছে এখন থেকে আমাদের আরও কঠোর হতে হবে।’

 

Related Posts

Leave a Reply