May 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার সিরিয়ার পক্ষে জোট বাঁধলো ইরান, রাশিয়া ও তুরস্ক ! সতর্ক আমেরিকা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার কথা যৌথভাবে প্রকাশ্য ঘোষণা করলো ইরান, রাশিয়া ও তুরস্ক। তিন দেশ একই সঙ্গে সিরিয়ায় চলতে থাকা সংকটের স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার জন্য ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার করার কথা ঘোষণা করেন।

এতদিন ইরান ও রাশিয়া সিরিয়ার আসাদ সরকারকে সহযোগিতা করে আসলেও প্রকাশ্যে বিষয়টি কখনো ঘোষণা করা হয়নি। এর মধ্য দিয়ে বিশ্ব রাজনীতিতে একটি নতুন ক্ষমতা বলয় হিসেবে রাশিয়া, ইরান ও তুরস্কের আবির্ভাব ঘটল বলেই মনে করছেন আন্তর্জাতিক কুটনৈতিক মহল। শনিবার মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লুর মধ্যে বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের নভেম্বরে এবং ২০১৮ সালের এপ্রিলে ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টরা সিরিয়া বিষয়ে ত্রিপক্ষীয় সহযোগিতার যে ঘোষণা করেছিলেন তা আরও শক্তিশালী করা হবে।

 

Related Posts

Leave a Reply