May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার ‘ব্রাহ্মোস’ ছুটবে শব্দের চেয়ে ৭ গুন্ দ্রুত গতিতে ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

কয়েক বছরের মধ্যেই হাইপারসনিক মিসাইল হিসেবে বিশ্বের সেরা মিসাইলগুলোর অন্যতম হয়ে উঠবে ভারতের ‘ব্রাহ্মোস’। গতি বাড়বে সাত গুণ। রাশিয়া ও ভারতের যৌথভাবে তৈরি এই অস্ত্র রীতিমত চাপে রাখবে শত্রুদের।

এ ব্যাপারে ব্রাহ্মোস এরোস্পেসের এমডি তথা সিইও সুধীর মিশ্র জানিয়েছেন, আগামী এক দশকের মধ্যেই ব্রাহ্মোসের গতি হবে ‘ম্যাক ৭’ (শব্দের চেয়ে সাতগুণ দ্রুত) অর্থাৎ ৫,৩৭০ মাইল প্রতি ঘণ্টা। তিনি আরও বলেন, মিসাইলকে হাইপারসনিক করতে আরও সাত থেকে ১০ বছর সময় লাগবে। সুধীর মিশ্র জানান, বর্তমানে মিসাইলটি ম্যাক ২.৮ গতি তুলতে পারে। আগামী পাঁচ বছরের মধ্যে তা ম্যাক ৩.৫ গতি তুলতে সক্ষম হবে। তিনি বলেন, ম্যাক ৫ গতি তুলতে হলে বর্তমান ইঞ্জিনে কারিগরি বদল আনতে করতে হবে। আর, ম্যাক ৭ পর্যায়ে যেতে হলে, উন্নতমানের ইঞ্জিন বসাতে হবে।

মিশ্র জানান, মূল লক্ষ্য হলো এমন একটি মিসাইল তৈরি করা যা পরবর্তী-প্রজন্মের যুদ্ধের ক্ষেত্রে উপযোগী হবে। তিনি জানান, ডিআরডিও-র পাশাপাশি, আইআইটি, আইআইএস এই ভবিষ্যৎ প্রযুক্তির ওপর গবেষণা চালাচ্ছে। একইভাবে গবেষণা চালাচ্ছে রাশিয়ার বিভিন্ন সংস্থাও।

 

Related Posts

Leave a Reply