May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভয়ঙ্কর রূপ নিয়েছে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ভয়ঙ্কর রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি। নতুন করে সেখান থেকে লাভা নির্গত হচ্ছে। সেই লাভার আগুন আকাশে ১০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে ওই এলাকার ঘরবাড়ি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে লাভা নির্গত হওয়ায় এখনো সেখানে থেকে যাওয়া বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। হাওয়াইয়ের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বাতাসে  পরিমানে ক্ষতিকারক সালফার ডাই-অক্সাইড ছড়িয়ে পড়ছে। এতে কেউ ক্ষতিগ্রস্ত হলে আর কিছুই করার থাকবে না।

অন্যদিকে গত এক সপ্তাহ ধরে আগ্নেয়গিরিটির আশপাশে অন্তত একশ’ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এর দক্ষিণ-পূর্বদিকে সবশেষ আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি নতুন করে কর্তৃপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির জনবসতির খুব কাছেই শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের কারণে বিপদাপন্ন এক হাজার ৭০০ অধিবাসীকে সেখান থেকে তৎপরতার সঙ্গে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

 

Related Posts

Leave a Reply