May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

 সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও প্রস্তুত ইরান!

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে আমেরিকা-ইরান সম্পর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে ঘোষণা করেছেন তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও ইরান প্রস্তুত রয়েছে। এমনটাই হুঁশিয়ারি ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসির।

আইআরজিসি’র সেকেন্ড ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেন, “বিভিন্ন সমীকরণে ইরান আজ ভালো অবস্থানে রয়েছে এবং আমাদের শত্রু আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিনি পুতুল সরকারগুলোর জানা উচিত যে, হুমকির মুখে ইরানের জনগণ সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির জন্যও নিজেদেরকে প্রস্তুত করেছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার পরপরই জেনারেল হোসেইন সালামি এই কথা বলেন। জেনারেল সালামি আরও বলেন, ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর শত্রুরা ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রগুলোর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। কিন্তু ইরান হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ শক্তি এবং ইরানের জনগণ মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা সামরিক হামলার ভয় করে না।

 

Related Posts

Leave a Reply