May 6, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানকে ব্ল্যাক লিস্টেড করলো আমেরিকা ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পাকিস্তান ও চীনসহ ১২ টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ব্ল্যাক লিস্টেড করলো আমেরিকা। এই তালিকায় রয়েছে ইরান, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেন। বিবৃতিতে পম্পেও আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ তৈরী করা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তৈরি করতে গিয়ে ভুল পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং অতিরঞ্জন করা হয়েছে বলে তালিকায় থাকা দেশগুলি দাবি করেছে। পাকিস্তানের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, এই তালিকা সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। যদিও ওই রিপোর্টে পরে উল্লেখ করা হয়েছে যে, পাকিস্তানে একাধিক ধর্মের মানুষ একসঙ্গে বাস করেন এবং পাকিস্তানের সংবিধানে সংখ্যালঘুদের অধিকার দেওয়ার কথা বলা রয়েছে।

 

Related Posts

Leave a Reply