May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মায়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ, মৃত ১৯ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মায়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবারসেদেশের উত্তরাঞ্চলের সান রাজ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মায়ানমারের সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ের সংঘাতগুলোর মধ্যে শনিবারের সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ ছিল।

এদিকে, মানবাধিকার রক্ষাকারী সংস্থাগুলোর তরফ থেকে বলা হচ্ছে, মিয়ানমারে উত্তরাঞ্চলের সান রাজ্যটি চীন সীমান্তসংলগ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ গোষ্ঠীর সংঘর্ষ ঘটেই চলেছে। আর ঠিক এই সময়ে আন্তর্জাতিক মহল যখন মায়ানমারের পশ্চিমাঞ্চলের রোহিঙ্গা ইস্যুতেই নজর রেখে চলেছে। ঠিক সেই সুযোগে মায়ানমারের সেনাবাহিনী সেখানে তাদের অভিযান জোরদার করেছে বলে অভিযোগ। শনিবার সংঘর্ষ হয়েছে মায়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপ টাং ন্যাশনাল আর্মি (টিএনএ)-র মধ্যে। এই গ্রুপটি দেশটির উত্তরাঞ্চলে আরো স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে আসছে।

 

Related Posts

Leave a Reply