June 23, 2024     Select Language
Editor Choice Bengali খেলা

জিম্বাবোয়ে দলের নতুন কোচের দায়িত্বে লালচাঁদ রাজপুত 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জিম্বাবোয়ে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন কোচ হলেন লালচাঁদ রাজপুত। ফলে তিনি কোচ হিথ স্ট্রিকের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। এর আগে লালচাঁদ ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার ও আফগানিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেছেন।

এক বিবৃতিতে জিম্বাবোয়ে ক্রিকেট এসোসিয়েশন জানায়, জিম্বাবোয়ের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ভারতের প্রাক্তন ক্রিকেটার লালচাঁদ রাজপুতের নাম ঘোষণা করেছে। ৫৬ বছর বয়সী এই প্রাক্তন ক্রিকেটার অত্যন্ত যোগ্যতাসম্পন্ন, প্রচুর অভিজ্ঞ এবং খ্যাতনামা এই কোচ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার ছিলেন। ভারতের জাতীয় দলের হয়ে মাত্র দুটি টেস্ট ও চারটি একদিনের ম্যাচ খেলেছেন রাজপুত। তার খেলোয়াড়ি জীবন খুব বেশি লম্বা না হলেও কোচ ও ম্যানেজার হিসেবে সাফল্যের খাতা বেশ পূর্ণ।

গত মার্চে ২০১৯ সালের বিশ্বকাপের বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় বরখাস্ত করা হয় জিম্বাবোয়ে জাতীয় দলের কোচ হিথ স্ট্রিককে। তাই রাজপুতের ওপর দলের নতুন দায়িত্ব দিলেন জিম্বাবোয়ে ক্রিকেটের নীতি নির্ধারকরা। আফগানদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রেও তার বড় ভূমিকা রয়েছে। এমনকি ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়েও অনেকটা এগিয়ে গিয়েছিলেন তিনি।

 

Related Posts

Leave a Reply