May 10, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন

সৌদিতে আল-কায়দার জঙ্গি প্রশিক্ষণের আসল ফুটেজ নিয়ে ছবি ‘পাথ অব ব্ল্যাড’

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

‘পাথ অব ব্ল্যাড’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বাফটা জয়ী চলচ্চিত্র নির্মাতা জোনাথন হ্যাকার। ব্রিটেনের বিভিন্ন প্রেক্ষাগৃহে আগামী ১৩ জুলাই মুক্তি পেতে চলেছে এই বিতর্কিত ছবি। ছবিতে দেখা যাবে, সৌদি আরবের মরুভূমিতে জঙ্গি গোষ্ঠী আল- কায়দার বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের নানানা রুদ্ধশ্বাস কর্মকাণ্ড। চাঞ্চল্যকর তথ্য হলো, প্রশিক্ষণ চলাকালীন এই সব দৃশ্য জঙ্গিরা নিজেরাই তুলে রেখেছেন। বিভিন্ন সময়ে প্রশিক্ষণ শিবির থেকে ফুটেজগুলো উদ্ধার করেছে সৌদির গোয়েন্দারা।

ছবিটির পরিচালক এবং প্রযোজকের দাবি, তারা এতে কোনো সম্পাদনাই করেননি। দর্শকরা নিজেদের মতো করে এটি বিচার করবেন। নির্মাতা জোনাথন হ্যাকার বলেন, ‘যখন আমি এই ফুটেজগুলো দেখেছিলাম তখনই জানতাম এটা নিয়ে ছবি তৈরী করাটা ভীষণ জরুরি।’

 

Related Posts

Leave a Reply