May 15, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিজের কৌলিন্য চেনাতে ২০ লক্ষ্য টাকায় অবলীলায় বিক্রি হলো এক জোড়া তরমুজ !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সম্প্রতি জাপানে উন্নত জাতের একজোড়া তরমুজ বিক্রি হলো ৩২ লাখ ইয়েন মূল্যে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা! কিন্তু এত ফল থাকতে তরমুজই বা কেন এতো দামের হবে?

জাপানের সংস্কৃতিতে তরমুজ মানুষের কৌলিন্য প্রকাশ করে। ফলের মরসুমে এই ধরনের দামি ফলের কেনা-বেচা শুরু হয় জাপানে। তখন উচ্চবিত্ত ক্রেতারাও সামাজিক অবস্থান ও সম্মানের জানান দিতে দামি ফল খুঁজে থাকেন। বিক্রেতারাও এই ক্রেতাদের কথা মাথায় রেখে দোকান সাজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে  জাতের ফল সংগ্রহ করেন। উত্তর হক্কাইদোর সাপ্পোরো সেন্ট্রাল পাইকারি বাজারে মৌসুমের প্রথম ‘ইউবারি তরমুজ’ ওঠে। সেখানেই এই দামি তরজুমদুটি নিলামে ওঠে। স্থানীয় আরেকটি ফ্রুট প্যাকিং ফার্ম সর্বোচ্চ দাম হাঁকিয়ে কিনে নেয় এই বহুমূল্যের দুটো তরমুজ।

সেরা মানের ইউবারি তরমুজ সবচেয়ে ভালো স্মুথি বানানোর জন্যে ব্যবহার হয়ে থাকে। এই তরমুজের বৃন্তের আকৃতি থাকে ইংরেজি ‘টি’ অক্ষরটির মতো। এই তরমুজ সাধারণত অলংকৃত বাক্সে বিক্রি করা হয়। জাপানে অন্যান্য সাধারণ ফলের দামও তুলনামূলক অনেক বেশি। সেখানে একটি আপেল কিনতেই গড়ে প্রায় ২০০ টাকা গুনতে হয়।

 

Related Posts

Leave a Reply