May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

ভারতের প্রবীণতম মহিলা হিসেবে ৫৩ বছর বয়সে এভারেস্ট ছুঁলেন এই প্রাক্তন মডেল 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

৫৩ বছর বয়সি প্রাক্তন মডেল সঙ্গীতা বেহল এভারেস্ট জয় করলেন! তিনিই ভারতের সবচেয়ে প্রবীণ মহিলা হিসেবে গত ১৯ মে মাউন্ট এভারেস্টের শীর্ষে চড়েন সঙ্গীতা। তার অসামান্য কীর্তির জন্য রবিবার তাঁকে সংবর্ধনা দেয় কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাস। তার স্বামী অঙ্কুর বেহলও ২০১৬ সালে এভারেস্ট জয় করেন। ৭টি দেশে ৭টি শৃঙ্গ ছুঁয়ে দেখার পরিকল্পনা করেছেন এই দম্পতি। বেশ কয়েকটি শৃঙ্গ তারা একসঙ্গেই জয় করেছেন।

বিশ্বের উচ্চতম ৭ শৃঙ্গের মধ্যে ৬ টি ইতিমধ্যেই জয় করেছেন সঙ্গীতা। এর ফলে তিনি প্রেমলতা আগরওয়ালের রেকর্ড ভেঙেছেন। ২০১১ সালের ২০ মে ৪৮ বছর বয়সে এভারেস্টে ছুঁয়েছিলেন প্রেমলতা। প্রবীণ মহিলা হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের সেটাই ছিল রেকর্ড।

পাহাড়ে চড়ে আরও একটি বার্তা দিতে চেয়েছেন তিনি। দ্রুত স্তন ক্যান্সার শনাক্ত ও তার চিকিৎসার প্রয়োজনীয়তা এবং সেই সমস্ত রোগীদের জন্য অর্থ জোগাড়ের প্রচারে জন্য অভিনব এক পতাকাও এভারেস্টের শৃঙ্গে উড়িয়েছেন সঙ্গীতা। জানা যায়, প্রাক্তন এই মডেল দ্বিতীয় প্রচেষ্টায় এভারেস্টে চড়তে পারলেন। প্রথমবার চড়তে গিয়ে উচ্চতাজনিত কারণে অসুস্থ হয়ে তাকে ফিরে আসতে হয়েছিল।

 

Related Posts

Leave a Reply