May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

কফিন নয়, গাড়িতেই দেয়া হলো কবর!

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

কফিনের বদলে গাড়িতে করে কবর দেওয়া হয়েছে এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে চীনের হেবেই প্রদেশে।কারণটা জানলে আপনার চোখে আসবে জ্বলবে। আসলে মৃত ব্যক্তির অন্তিম ইচ্ছা পূরণের জন্যই তাকে এইভাবে কবর দেওয়া হলো।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার হেবেই প্রদেশে কিউ নামের ওই চীনা নাগরিক মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি শেষ ইচ্ছার কথা বলে গেছেন তার কাছের মানুষদের। আর তার সেই শেষ ইচ্ছে ছিল, কফিনের বদলে প্রিয় গাড়ির সঙ্গে নিজেকে কবর দেয়া। অবশেষে রাখা হলো তার শেষ অনুরোধ। প্রিয় গাড়িটাকে কফিন করে তাকে কবর দেয়া হয়। গাড়ির সঙ্গে কবর দেওয়ার ভিডিও সোশ্যাল মাধ্যমে পোস্টও করা হয়েছে।

চীনের হেবেই প্রদেশের বাসিন্দা কিউয়ের ছোট থেকেই গাড়ির শখ ছিল। অনেক বছর ধরে সিলভার-গ্রে রঙের সেডান গাড়িটা ব্যবহার করতেন তিনি। অনেক পুরনো হবার কারণে গতিও কমে গিয়েছিল গাড়িটির। কিন্তু দীর্ঘদিন একসঙ্গে থাকার কারণে কেমন যেন ভালোবেসে ফেলেছিলেন গাড়িটাকে। তাই জীবন হারিয়ে ফেললেও গাড়িটাকে হারাতে চাননি তিনি। পরিবারের কাছে অনুরোধ করেছিলেন, মৃত্যুর পর তাকে যেন কফিনে কবর না দিয়ে ওই গাড়িটাতে কবর দেয়া হয়। পরিবার তার অনুরোধ রাখে। গাড়ির মাপের বড় গর্ত খোঁড়া হয়। গাড়িটার ভেতরে শোওয়ানো হয় কিউকে। তারপর ক্রেনের সাহায্যে দড়ি বেঁধে আস্তে আস্তে ওই গর্তের ভেতরে গাড়িসহ কবর দেয়া হয় তাকে।

কবর দেয়ার ভিডিওটি ইউটিউবে ভাইরাল হয়েছে। নানা রকমের মন্তব্যও করা হয়েছে ওই ভিডিওর নিচে। কেউ লিখেছেন, ‘ভাগ্যিস তিনি বিমান ভালোবাসতেন না’। কেউ বলছে, ‘আজ থেকে অনেক বছর পরে ওই জায়গাটা খুঁড়লে গাড়িটা পাওয়া যাবে, তখন কী হবে ভাবুন’।

Related Posts

Leave a Reply