May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সবচেয়ে মারকুটে দল জার্মানি, দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে আর্জেন্টিনা আর ব্রাজিল !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে মারকুটে দল হিসেবে উঠে এসেছে জার্মানির নাম!‌ সবচেয়ে বেশি ফাউল, সবচেয়ে বেশিবার লাল ও হলুদ কার্ড দেখা এবং ম্যাচের মধ্যে বিপক্ষ এবং রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় সকলকে পিছনে ফেলেছে জার্মান দল। জার্মানি প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এখনও পর্যন্ত ১২২টি হলুদ কার্ড দেখেছে। ম্যাচের মধ্যে দু’‌বার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যাওয়ার ঘটনাও জার্মানরা ঘটিয়েছে দু’‌বার। পাঁচবার একই ম্যাচে একটি হলুদের পরে আরও একটি লাল কার্ড দেখেছেন তারা।

যে পদ্ধতিতে এই তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে একটি হলুদ কার্ডের জন্য দলকে দেওয়া হয়েছে ৫ পয়েন্ট, একই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য দেওয়া হয়েছে ৭ পয়েন্ট এবং একটি লাল কার্ডের জন্য দেওয়া হয়েছে ১০ পয়েন্ট। এই পয়েন্ট সিস্টেমের নিরিখে ৬৪৭ পয়েন্ট পেয়ে শীর্ষে জার্মানি। অন্যদিকে, ১৭ পয়েন্ট কম পেয়ে (‌৬৩০)‌ ২ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। তিন নম্বরে অনেকটা পিছিয়ে রয়েছে ব্রাজিল। ৫৩০ পয়েন্ট তাদের।

 

Related Posts

Leave a Reply