May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

পকেট ঘড়ি নেই, কিন্তু ঘড়ির পকেটটি আজও রয়ে গিয়েছে ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

পোশাকের মধ্যে অত্যন্ত জনপ্রিয় জিন্সের প্যান্ট। কম-বেশি সবাই এই প্যান্ট পছন্দ করে। লক্ষ্য করলে দেখা যায় জিন্সের সামনে ডানদিকের পকেটের ঠিক ওপরেই একটি ছোট্ট পকেট থাকে। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আপনার জিন্সের সামনে ডান দিকের ওই ছোট্ট পকেটটা কেন থাকে? পিছনে দু’টি পকেট, সামনে প্রমাণ সাইজের পকেট তো আছেই। তাহলে! অনেকে ভাবতে পারেন ওই পকেটটা নিছকই স্টাইল করার জন্য। কেউ ভাবতে পারেন খুচরো পয়সা রাখার জন্য।

আসলে উনবিংশ শতাব্দীর গোড়ায় আমেরিকার কাউবয়রা এই জিনস পরা শুরু করেন। জিনসের সামনে ওই ছোট্ট পকেটটির উপস্থিতি তখন থেকেই। ওই ছোট্ট পকেটে তারা পকেট ঘড়ি রাখতেন। সেই ঘড়ি একটি চেন দিয়ে বেঁধে রাখা থাকত প্যান্টের বেল্ট কাপের সঙ্গে। আজ আর পকেট ঘড়ির ব্যবহার নেই। কিন্তু ঘড়ির পকেটটি ঠিকই রয়ে গেছে।

 

Related Posts

Leave a Reply