May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular

এবারের বিশ্বকাপের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেলো ক্রোয়েশিয়া 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিরুদ্ধে পেনাল্টিতে ৩-২ গোলে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। এদিন পেনাল্টি শুটআউটে প্রতিমুহূর্তেই নাটকীয় মোড় নিয়েছে ম্যাচ। ডেনমার্ক ও ক্রোয়েশিয়ার দুই গোলকিপার মিলে মোট ৬টি পেনাল্টি শট রুখে দিয়েছেন। ক্রোয়েশিয়ার গোল কিপার দানিয়েল সোভাসিচ নতুন রেকর্ড গড়লেন। ভাগ বসিয়েছেন ২০০৬ সালে পর্তুগীজ তারকা রিকার্ডোর ৩টি পেনাল্টি শট আটকে দেওয়ার রেকর্ডকে। ডেনমার্কের তিনটি পেনাল্টি শট আটকে দিয়ে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক সোভাসিচ। তবে ম্যাচ সেরা হয়েছেন ডেনামার্কের গোলকিপার কাস্পার স্কেমিচেল। মূল ম্যাচে একটি ও পেনাল্টিতে দুটি শট আটকে দেন কাস্পার।

এদিন শুরুর ৩ মিনিটের মধ্যে দুটি দলই একটি করে গোল করে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে আর কোনও দলই গোল পায়নি। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ১১৬ মিনিটের সময় ডি বক্সের মধ্যে রেবিচকে ফাউল করেন ডেনমার্কের জুর্গেনসন। পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। কিন্তু অধিনায়ক লুকা মদ্রিচের পেনাল্টি শট রুখে দেন ডেনমার্কের গোলকিপার কাস্পার স্কেমিচেল। ফলে ১২০ মিনিট খেলা শেষে তা ট্রাইব্রেকারে গড়ায়।ট্রাইবেকারে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ক্রোটরা।

 

Related Posts

Leave a Reply