May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শিল্প ও সাহিত্য

১০০ বছর বয়সে ব্লগিং শুরু, এখন ১০৫ ! চলছে তুখোড় ব্লগিং 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ডাগনি কার্লসন। ১০৫ বছর বয়সী এ সুইডিশ বৃদ্ধা ১০০ বছর বয়সে ব্লগিং শুরু করেন। তিনিই এখন বিশ্বের সবচেয়ে বয়ষ্ক ব্লগার। নিজের দেশ সুইডেন শুধু নয়, বিশ্বজুড়ে এখন তার পরিচিতি তুখোড় ব্লগিংয়ের সুবাদে।

তিনি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে সাক্ষাৎকার নিতে ভিড় লেগে থাকে তার দরজায়। তার ব্লগের নাম BLOGGA MED MIG!। আপনি যদি সুইডিশ ভাষার সঙ্গে পরিচিত না হন তাহলে গুগলের সাহায্য নিতে পারেন। যে কোনো ভাষায় গুগল তার লেখা অনুবাদ করে দেবে।

ডাগনি জানান, কম্পিউটার আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কম্পিউটার থাকায় আমার বান্ধবীদের সঙ্গে আলাপ করতে পারি৷ খবর পড়তে পারি। কম্পিউটার আমার খুব ভালো লাগে। একদিন যদি ব্লগ না লিখি, তো সকলে সঙ্গে সঙ্গে ভাবে – আমি আর বেঁচে নেই।

Related Posts

Leave a Reply