May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

আমেরিকা সহ গোটা বিশ্বের উদ্বেগ বাড়িয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিলো ইরান!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তেল রপ্তানি বন্ধ করা হলে বিখ্যাত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিলো ইরান। এর ফলে পারস্য উপসাগরে মার্কিন নৌসেনার শক্তি বৃদ্ধি করছে ওয়াশিংটন। ফলে আবারও বিখ্যাত হরমুজ প্রণালী ঘিরে সংকটের কালো মেঘ ঘনাতে শুরু করেছে।

হরমুজ প্রণালী হল ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত একটি সরু জলপথ। এই প্রণালী পারস্য উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। জলপথের সবচেয়ে সঙ্কীর্ণ অংশের দৈর্ঘ্য ২১ মাইল ও প্রস্থ মাত্র ২ মাইল। হরমুজ দিয়েই আন্তর্জাতিক স্তরে তেল রপ্তানি করে সৌদি আরব ও অন্যান্য তেল উৎপাদনকারী আরব দেশগুলি। ইরানের তরফেও এই প্রণালী ব্যবহার করা হয়। ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাল্টা হুমকি দিয়ে আগেই ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ হলে কোনও আরব দেশও তেল রপ্তানি করতে পারবে না। সেই হুঁশিয়ারির পরবর্তী পদক্ষেপ হিসেবে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ করার বার্তা দিল তেহরান। বিশ্বের তেল বাণিজ্যের ৩৫ শতাংশই এই প্রণালী দিয়েই হয়ে থাকে। এই প্রণালি দিয়ে যাওয়া তেলের বেশিরভাগই যায় এশিয়া, আমেরিকা ও পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে। জাপান তার আমদানিকৃত তেলের তিন-চতুর্থাংশ হরমুজের ওপর দিয়েই নিয়ে যায়। আর চীনের আমদানিকৃত তেলের অর্ধেকই আসে হরমুজ প্রণালী হয়ে।

Related Posts

Leave a Reply