May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আবারও ধোনিকে নকল করার চেষ্টা পাকিস্তান অধিনায়ক সরফরাজের!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রিকেটের বাইশ গজে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বারবারই মহেন্দ্র সিং ধোনিকে ‘নকল’ করার অভিযোগে আলোচনায় আসেন। ২০১৮ সালের শুরুতে ধোনিকে ‘নকল’ করে স্টাম্পিং থেকে বাঁচতে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন পাক উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার বোলার ধোনিকে ‘নকল’ করতে গিয়ে আলোচনায় এসেছেন সরফরাজ।

রবিবার জিম্বাবয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে প্রথমবার বোলিং করলেন সরফরাজ। ইনিংসের ৪৮তম ওভারে ওপেনার ফখর জামানের হাতে গ্লাভস দিয়ে বোলিং করতে আসেন তিনি। কিন্তু বোলার সরফরাজের মধ্যেও লক্ষ করা যায় ধোনিকে নকল করতে। ক্রিকেটপ্রেমীদের দাবি, সরফরাজের বোলিং স্টাইল নাকি হুবহু ধোনির মতোই।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলারের ভূমিকায় দেখা গিয়েছিল ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে কিপিং গ্লাভস খুলে বল করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বল হাতে নিয়ে উইকেটও তুলে নেন মাহি। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ট্রেভিস ডাওলিনকে সরাসরি বোল্ড করেছিলেন ধোনি। কিন্তু রবিবার ২ ওভারে ১৫ রান দিলেও উইকেটের দেখা পাননি সরফরাজ। এদিন প্রথম ওভারে ৬ রান দিলেও নিজের দ্বিতীয় ওভারে ৯ রান দিয়েছেন তিনি।

 

Related Posts

Leave a Reply