May 19, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বৃহস্পতির চেয়ে অনেকগুন বড়ো গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। বিশাল এই বৃহস্পতি পৃথিবীর তুলনায় আয়তনে প্রায় ১৩২১ গুণ বড়। আর এই বৃহস্পতিও নতুন সদ্য আবিষ্কৃত হওয়া একটি গ্রহের তুলনায় নিতান্ত ছোট।

গ্রহটির সন্ধান মিলেছে সম্প্রতি। আমাদের পৃথিবী থেকে প্রায় ২০ আলোকবর্ষ দূরে। গ্রহটিকে প্রথমে বিজ্ঞানীরা একটি ভাসমান মুক্ত গ্রহ বলেই মনে করেছিলেন। পরে আরো অনুসন্ধানের পর এর সঙ্গে যুক্ত তারাদেরও সন্ধান পায় বিজ্ঞানীরা। শেষ পর্যন্ত একটি বিশাল গ্রহ এবং অতি বিস্তৃত একটি সৌরজগতের সন্ধান পেয়ে যান জ্যোতির্বিজ্ঞানীরা। বর্তমানে সৌরজগতগুলোর মধ্যে এটিকেই সবচেয়ে বড় বলে মনে করছেন তারা।

নতুন আবিষ্কৃত সৌরজগতটি এত বড় যে এর কেন্দ্রে থাকা তারকাকে প্রদক্ষিণ করতে বিশাল ওই গ্রহটির ১০ লাখ বছরের কাছাকাছি সময় লাগে। এই গ্রহটি এক ট্রিলিয়ন কিলোমিটার দূর থেকে ওই তারাকাটিকে প্রদক্ষিণ করছে। এতে গ্রহটির কক্ষপথ আকারে আমাদের সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান প্লুটোর কক্ষপথের চেয়ে ১৪০ গুণ প্রশস্ত হয়ে দাঁড়িয়েছে।

 

Related Posts

Leave a Reply