May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

 ভুল পূর্বাভাস দেওয়ায় আবহাওয়া দফতরের বিরুদ্ধে মামলা করলেন এক কৃষক

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

আবহাওয়ার ভুল পূর্বাভাস দেওয়ার অভিযোগে স্থানীয় আবহাওয়াদফতরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মারাথ ওয়াদা এলাকায়। অভিযোগকারী কৃষকের দাবি, দীর্ঘস্থায়ী বর্ষার পূর্বাভাস দিয়েছিলো হাওয়া অফিস। সেই অনুযায়ী বীজ ও কীটনাশক ব্যবহার করে এখন লোকসানের মুখে পড়েছেন তিনি। মঙ্গলবার মহারাষ্ট্রের পারভানি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মানিক কদম নামে ওই কৃষক। তিনি কদম মারাথওয়াদা অঞ্চলের স্বাভিমানি শেতকারি সংগঠনেরও সভাপতি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ফসলের বীজ বপণ করেন ওই কৃষক। কিন্তু আভাস ভুল হওয়ায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে ওই কৃষক হাওয়া অফিসের পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মানিক কদম সংবাদমাধ্যমকে জানান, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী কৃষকরা চাষাবাদ করেন। তারা এবার বর্ষণের কথা বললেও দেখা গেলো কোনো বৃষ্টি নেই। ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে আবহাওয়া দফতরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Related Posts

Leave a Reply