June 26, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিউজিল্যান্ডে দেশজুড়ে নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারিব্যাগ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পরিবেশ রক্ষার স্বার্থে নিউজিল্যান্ড প্লাস্টিকের ব্যাগ পুরোপুরি নিষিদ্ধ করার উদ্যোগ নিলো। আজ শুক্রবার থেকেই দেশটিতে কঠোর ভাবে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ কার্যকর হতে চলেছে।

বিষয়টি নিয়ে দারুন রকম সোচ্চার হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেছেন, দূষণ কমিয়ে আনার কার্যকর পদক্ষেপ হিসেবে আগামী এক বছরে ধাপে ধাপে সব ধরণের প্লাস্টিক ব্যাগমুক্ত করা হবে নিউজিল্যান্ডকে। প্রধানমন্ত্রী আরডার্ন আরো বলেন, নিউজিল্যান্ডে প্রচুর পরিমানে প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয়, যা সামুদ্রিক প্রাণী ও মৎস সম্পদের জন্য আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্জ্য ব্যবহারে আমাদের আরো কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন এবং সে ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা একটি ভালো পদক্ষেপ।

জাসিন্ডা আরডার্ন বলেন, নিউজিল্যান্ডের পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং পরিবেশ রক্ষায় আমরা প্লাস্টিক ব্যাগের ব্যবহার থেকে বেড়িয়ে আসবো। পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গত জুন মাসে জাতিসংঘ এক রিপোর্টে জানায়, প্রতি বছর বিশ্বে একবার ব্যাবহৃত প্লাস্টিক ব্যাগের সংখ্যা পাঁচ ট্রিলিয়ন। প্রতি মিনিটে এই ব্যাগের ব্যবহার প্রায় ১০ মিলিয়ন।

Related Posts

Leave a Reply