May 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

১০ লক্ষ মুসলিমকে বন্দি করেছে চীন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চীনে ১০ লাখ উইঘুর মুসলিমকে একটি গোপন ক্যাম্পে আটক করে রাখা হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। চীন নিয়ে জাতিসংঘের দুই দিনব্যাপী এক বৈঠকে এই দাবি করেছেন জাতিসংঘের জাতি বৈষম্য নির্মূল কমিটির একজন সদস্য গে মকডোগাল। তিনি বলেছেন, বেইজিং ‘স্বায়ত্তশাসিত ‍উইঘুর অঞ্চলকে একটি বড় বন্দি শিবিরে পরিণত’ করেছে। জাতিসংঘের এই অভিযোগের পর চীনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৫০ সদস্যের এই প্রতিনিধি দলটি জানিয়েছে, তারা আগামী সোমবার জেনেভা অধিবেশন বিষয়টি তুলে ধরবে। সংখ্যালঘু উইঘুর মুসলমানরা সাধারণত চীনের জিনজিয়াং প্রদেশেই বসবাস করেন। সেখানকার জনসংখ্যার প্রায় ৪৫ ভাগই উইঘুর মুসলিম। তিব্বতের মতো জিনজিয়াং প্রদেশও আনুষ্ঠানিকভাবে চীনের ভেতর অবস্থিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

এদিকে ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস জানিয়েছে, বন্দিদের কোনও কারণ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা হয় এবং তাদের কমিউনিস্ট পার্টির স্লোগান দিতে বাধ্য করা হয়। তারা আরো জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই এই সব বন্দিদের ঠিকমতো খাবার খেতে দেওয়া হয় না এবং তাদের ওপর নির্যাতনও চালানো হয়।

 

Related Posts

Leave a Reply