May 11, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা রোজনামচা

‘শান্তির দূত হয়েই পাকিস্তানে এসেছিলেন সিধু’ -ইমরান

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইমরান খানের শপথে যোগদান, পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্টের পাশের আসনে বসা এবং পাকিস্তানি সেনাপ্রধানকে আলিঙ্গনের ঘটনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুর ওপর চটেছে দেশের চরমপন্থীরা। সব সমালোচনার বিরুদ্ধেই মুখ খুলেছেন সিধু। একইসঙ্গে তার পাশে দাঁড়িয়ে শান্তির বাণী শোনালেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সিধুকে বললেন ‘শান্তির দূত’।

ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত থেকে একমাত্র অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন এই প্রাক্তন ক্রিকেটার সিধু। পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা পেলেও দেশে ফিরতেই আক্রমণের মুখে পড়েন পঞ্জাবের মন্ত্রী সিধু। এমনকি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ প্রকাশ্যেই সিধুর সমালোচনা করেন। মাঠে নামে বিজেপিও।

মঙ্গলবার সব বিতর্কের জবাব দিয়ে সিধু বলেন, ইমরান খানের শপথে যোগ দেওয়ার মধ্যে কোনো রাজনীতি নেই। পুরনো বন্ধুর আমন্ত্রণ রক্ষা করতেই তিনি ইসলামাবাদ গিয়েছিলেন। সিধুর দাবি, পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন ছিল ‘আবেগঘন প্রতিক্রিয়া’। সিধু যুক্তি দেখিয়ে বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাসে চড়ে লাহোর গিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালে আফগানিস্তান সফর থেকে ফেরার পথে আচমকা পাকিস্তানে চলে যান তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে। তাকে আলিঙ্গনও করেন মোদি। তাদের বিরুদ্ধে কেউ প্রশ্ন তোলেননি।’

আসন বিতর্কে সিধুর বলেন, ‘আমার বসার জায়গাটি শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়। অনুষ্ঠান শুরুর ৫ মিনিট আগেই আমাকে জানানো হয়, সামনের সারিতে বসতে হবে। তারা যেখানে আমার বসার ব্যবস্থা করেছেন, সেখানেই বসেছি। এখানে আমার কোনো ভূমিকা ছিলো না’ একই দিনে সিধুর পাশে দাঁড়ালেন ইমরান। টুইটারে তিনি লিখেন, ‘নভজ্যোৎ সিং সিধু শান্তির দূত হয়ে এসেছিলেন। এরপরই নয়াদিল্লির সমালোচনা করে পাক প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতে যারা সিধুর সমালোচনা করছেন, তারা শান্তির বিরোধী।’

Related Posts

Leave a Reply