May 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বাজপেয়ীর মৃত্যুর ৫ দিন পর শোকপ্রকাশ সালমান খানের!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের পাঁচ দিন পর শোকবার্তা জানিয়ে হাসির খোরাক হলেন বলিউডর অভিনেতা সালমান খান। কেরালার ভয়াবহ বন্যা নিয়ে দেরিতে টুইট করার জন্যও তাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে।

গত ১৬ অাগস্ট মৃত্যু হয় অটল বিহারী বাজপেয়ীর। দেশ-বিদেশের বহু মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা শোকবার্তা জানান ওই দিনই। বাজপেয়ীকে শোকবার্তা জানিয়ে টুইট করেন সালমান খানও, কিন্তু ২১ অাগস্ট। সালমান টুইটারে লিখেছেন, ‘একজন মহান নেতা, সৎ রাজনীতিক, বাগ্মী এবং ব্যতিক্রমী ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকাহত।’ শোকবার্তা ঠিকই ছিল। কিন্তু পাঁচ দিন পর কেন? এই প্রশ্ন তুলেই এবার ‘সুলতান’কে নিয়ে পড়েছেন নেটিজেনরা। তাকে নিয়ে চলছে নানান ব্যঙ্গ বিদ্রুপ।

বাজপেয়ীর শোকবার্তা যেখানে পাঁচ দিন পর এসেছে, সেখানে কেরালার বন্যার টুইট এসেছে ১০ দিন পর। ফলে নেটিজেনরাও দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েন। ‘টাইগার শো রাহা থা’, ‘টিউবলাইট’, ‘যব জাগো, তব সবেরা’, ‘ইন্টারনেট এক্সপ্লোরারে আপলোড করা’—ইত্যাদি হাস্যরসে ভরপুর রিটুইট, মন্তব্য উঠে এসেছে টুইটার, ফেসবুকে।

 

Related Posts

Leave a Reply