May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এই প্রথম কোনো সৌদি তরুণীর মৃত্যুদণ্ডের ভাবনা! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে এখন বিচারের কাঠগড়ায় সৌদির একজন খ্যাতিমান মহিলা মানবাধিকারকর্মী। ইসরা আল-গোমাম নামের ২৯ বছরের এই তরুণীকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সৌদি আরবে সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় ২০১৫ সালের ডিসেম্বরে পূর্বাঞ্চলীয় শহর কার্তিফ থেকে স্বামীসহ তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন আল-গোমাম।

সম্প্রতি দেশের টেররিজম ট্রাইব্যুনালে এই মামলার বিচার শুরু হয়, আগামী ২৮ অক্টোবর রায় ঘোষণা হতে পারে। মামলায় আল-গোমামসহ পাঁচ মানবাধিকার কর্মীর মৃত্যুদণ্ড চেয়েছে সৌদি আইনজীবীরা। আল-গোমামের মৃত্যুদণ্ড হলে সেদেশে প্রতিবাদের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রথম মহিলা হবেন তিনি। শিরশ্ছেদের পর মরদেহ দেখানো একটি ভিডিও গত কয়েক দিন ধরে অনলাইনে ঘুরছে, যা আল-গোমামের বলে দাবি করা হচ্ছে। তবে ওই ফুটেজটি তিন বছর আগের বলে জানা গেছে।

Related Posts

Leave a Reply