May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

অভিনব পরিবর্তন আনতে পারে এর জাদুর  ছোঁয়া 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মুখের ত্বকের প্রতি আমরা সকলেই কমবেশী যত্নশীল। শরীরের অন্য যেকোন স্থানের চেয়ে মুখের ত্বক অনেক বেশী সংবেদনশীল। বাইরের আবহাওয়ার কারণে অনেক সময় মুখের ত্বক কুঁচকে যায়। আবার অনেকের মুখের ত্বকে থাকে লোম গজানোর মতো সমস্যা। এই দুইটি সমস্যার সহজ সমাধান নিয়ে প্রিয় চলে এসেছে দুইটি দারুণ টিপস নিয়ে।

কুঁচকানো ত্বকের জন্যে তৈরি করুন এই মিশ্রণ:

২ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি, ১ টেবিল চামচ আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল

১ টি ডিমের কুসুম, ১ টেবিল চামচ মধু, ১ টি পাকা অ্যাভোকাডো,

পদ্ধতি : ছোট কোন বাটিতে নিয়ে উনানে অথবা মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নিন যেন জেলিটা নরম হয়ে গলে যায়। প্রথমে মধু দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে বাকী সকল উপাদান একে একে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত সকল উপাদান ভালোভাবে মিশে যাবে, বারবার নাড়তে থাকুন এবং ভালোভাবে মিশাতে থাকুন। এরপর মিশ্রনটি একটি মুখবন্ধ কৌটাতে নিয়ে কৌটার মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

কীভাবে ব্যবহার করবেন:

প্রথমে মিশ্রনটিকে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে স্থির অবস্থায় থাকতে দিন। আপনার মুখ জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন এবং নরম কোন কাপড় দিয়ে মুছে নিন। এরপর তৈরি ক্রিমটি সম্পূর্ন মুখে ভালোভাবে মাখুন। আপনার হাতের অনামিকা আঙ্গুলের সাহায্যে সম্পূর্ন মুখে মিশ্রণটি চক্রাকারে ম্যাসেজ করুন। ম্যাসেজ এরপরে মুখে মিশ্রনটি ৩০ মিনিটের মতো রেখে দিন। এরপর তুলা অথবা নরম কাপড় দিয়ে মিশ্রনটি তুলে ফেলে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

মাত্র ১০ মিনিটে মুখের লোম দূর করুন:

আপনার যা লাগবে: ২ টেবিল চামচ ময়দা, ১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ৩-৪ টেবিল দুধ, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ নারকেল তেল।

পদ্ধতি : সকল উপাদান একটি বড় বাটিতে নিয়ে ভালোভাবেম মিশাতে থাকুন। সকল উপাদান একসাথে ভালোমত না মিশে যাওয়া পর্যন্ত ভালমতো মিশ্রনটি মিশাতে হবে। মিশ্রনটি ভালোভাবে মিশে গেলে সেটি দেখতে ঘন হলুদ ক্রিমের মতো দেখাবে।

কীভাবে ব্যবহার করবেন : আপনার চোখ বাদে সম্পূর্ন মুখে ভালোভাবে ঘন মিশ্রণটি সমানভাবে লাগিয়ে ফেলুন। খেয়াল রাখবেন চোখে যেন মিশ্রণটি না লাগে। বিশেষ করে মুখের যে অংশের লোম সরাতে চান সে অংশে ভালোমতো মিশ্রনটি লাগিয়ে নিবেন। আপনার মুখে মিশ্রনটি ১০ মিনিট সময় শুকাতে দিন। খুব যত্ন সহকারে মুখে শুকিয়ে যাওয়া মিশ্রনটি আঙ্গুলের সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলুন। পুরো মুখের মিশ্রণ তুলে ফেলার পরে হালকা কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং দেখুন মাত্র ১০ মিনিটে আপনার ত্বকের দারুণ পার্থক্য।

Related Posts

Leave a Reply