May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

টস জিতে এশিয়া কাপ ফাইনালের অর্ধেক ম্যাচ পকেটে পুড়লো ভারত 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সে জিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলা শুরুর আগেই অর্ধেক ম্যাচ পকেটে পুড়লো ভারত। কারণ প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়া কাপের অন্যতম ফেভারিট এই দল। বিশেষজ্ঞদের ধারণা, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের এই পাটা উইকেট দ্বিতীয় ধাপে একদমই নির্বিষ আকার নেয়। সেখানে দুরন্ত ফর্মে থাকা ভারতীয় ওপেনিং জুটি রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকে আটকে রাখা শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব। তাই, ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছে, টসের সাথে সাথে এক অর্থে ১৪ তম এশিয়া কাপটিও পকেটে পুড়ে ফেললো ভারত।

এদিকে, ফাইনালে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। তার বদলে দলে ফিরলেন স্পিনার নাজমুল ইসলাম অপু। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের ফাইনাল ম্যাচের একাদশ-

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, এমএস ধোনি, কেদার যাদব,রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, যজুবেন্দ্র চাহাল।

বাংলাদেশ- মাশরফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মোহম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ।

Related Posts

Leave a Reply