May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

উপগ্রহ চিত্রে ধরা পড়লো ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা! আজ আবারও ভূমিকম্প   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পগ্রহ চিত্রে ধরা পড়লো ইন্দোনেশিয়ার ভূমিকম্প ও সুনামির ভয়াবহতা৷ সেই চিত্রে দেখা গেছে সেদেশের পালু শহরটির চিহ্ন প্রায় মুছে গিয়েছে৷ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে কীভাবে সুনামির ঢেউ ভাসিয়ে নিয়ে গেছে জীবনকে৷ নিশ্চিহ্ন ঘরবাড়ি, গাছপালা, রাস্তা ঘাট৷আগে যেখানে প্রাণের স্পন্দন ছিল, এখন সেখানে শুধুই শূণ্যতা৷ স্থানীয় বাসিন্দাদের সব হারানোর আর্তনাদ ছাড়া সেই এলাকায় আর কিছুই নেই৷ ইতিমধ্যেই ১২৩৪ জন মানুষের প্রাণ হারানোর তথ্য দিয়েছে প্রশাসন৷তবে মঙ্গলবার ফের আরো একবার ভূমিকম্প হয় সেখানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ ও ৬.০৷

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে ইন্দোনেশিয়ার দক্ষিণ উপকূলীয় এলাকা সুম্বা দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়৷ সুম্বা থেকে ৪০ কি.মি. দূরে ও ১০ কি.মি. মাটির নীচে এই কম্পনের উৎসস্থল৷ সুম্বা দ্বীপে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার মানুষের বাস৷ আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে মানুষ৷

দুটি কম্পনের ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ড৷ স্থানীয় এক বাসিন্দা জানান আতঙ্কে সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে৷ হোটেল থেকে পর্যটকরা কোনও রকমে বাইরে বেরিয়ে আসে৷ এই ভূমিকম্পের কোনও আগাম সতর্কতা ছিল না বলে জানান স্থানীয় বাসিন্দারা৷ তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন৷ নতুন করে সুনামি সতর্কতা জারি করা হয়নি৷

 

Related Posts

Leave a Reply