May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বন্যা বিদ্ধস্ত শহরে বেলচা হাতে সাফাই কর্মী রাফায়েল নাদাল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

য়ঙ্কর ঝড় ও বন্যায় বিপর্যস্ত মায়োর্কা। তাই তিনি মুখ ঘুরিয়ে থাকতে পারেননি। এগিয়ে এলেন রাফায়েল নাদাল। পরিচয় দিলেন তার উদার মনের। হাত লাগালেন রাস্তা পরিষ্কারের কাজে। সেইসঙ্গে বন্যা-বিধ্বস্ত ও ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত মানুষদের মায়োর্কার কাছেই নিজের একাডেমিতে এসে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধও করলেন।

নাদাল যে কতটা দায়িত্ববান নাগরিক, তার প্রমাণও মিলল। ঝড় ও বন্যাবিধ্বস্ত অঞ্চলে যে স্বেচ্ছাসেবকরা রাস্তার কাদা, জল পরিষ্কারের কাজে নেমেছিলেন, তাদের সঙ্গেই বুট পায়ে দিয়ে হাতে কাদা পরিষ্কারের যন্ত্র নিয়ে কোমর বেঁধে নেমে পড়েন বিশ্বের ১ নম্বর এই টেনিস তারকা। স্প্যানিশ পত্রিকা ‘এএস’র ওয়েবসাইটে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নাদাল স্বেচ্ছাসেবকদের সঙ্গে কাজে হাত লাগিয়েছেন।

পরে নাদাল টুইট করেন, অত্যন্ত দুঃখের দিন মায়োর্কার জন্য। সান লোরেন্সে ঝড়ে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যাদের আশ্রয় দরকার, তারা যেন আমার একাডেমিতে এসে আশ্রয় নেন। উল্লেখ্য, মায়োর্কায় ঝড় ও বন্যায় ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে।

 

Related Posts

Leave a Reply