April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শিল্প ও সাহিত্য

রূপো ঠাকুরের পদ্য 2

[kodex_post_like_buttons]

রজত পাল

নেমে এসো ঈশ্বর

খুলে ফেলো সব আভরণ –

এই ধরো সোম

তারপর কর আচমন ।

হে ভগবন,

শোনো বাণী –

তোমার সন্তানের

নিভে গেছে সব আলো

পড়ে আছে শুধু আলোড়ন,

ক্লান্ত, বড় ক্লান্ত আজ

ক্লান্ত সকল দেহমন ।।

 

Related Posts

Leave a Reply