May 9, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৪০ টি সিমেন্টের বস্তা দিয়ে অভিনব ওয়েডিং গাউন! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিয়ের দিন সব মেয়েই চায় বিয়েতে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিতে। এই বিশেষ দিনটিকে অন্য মাত্রা দিতে ব্যতিক্রম আয়োজনের চেষ্টা থাকে সবারই। সম্প্রতি চীনের প্রত্যন্ত একটি গ্রামের ২৮ বছর বয়সী এক তরুণী সিমেন্টের ব্যাগ দিয়ে বিয়ের পোশাক তৈরি করে সকলের নজরে আসে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার ইউনিক পোশাকের সেই ছবি।

জানা যাচ্ছে, বাড়ি তৈরির পর তান লিলি নামের ওই তরুণীর ঘরে ৪০টি সিমেন্টের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃষ্টিস্নাত এক বিকেলে হঠাৎ খেয়ালের বশে তিনি ওই সিমেন্টের ব্যাগ দিয়ে গাউন আকৃতির একটি বিয়ের পোশাক তৈরি করে ফেলেন। এরপর সেই পোশাক পরা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয় সে।

সম্প্রতি নিউইয়র্কের ফ্যাশন ডিজাইনার ভ্যান ট্রান যা করলেন, এক কথায় তা অবিশ্বাস্য! নিজের বিয়েতে তিনি যে ওয়েডিং গাউনটি পড়লেন তা ছিল টয়লেট পেপার দিয়ে তৈরি। ১০ রোল টয়লেট পেপার দিয়ে তৈরি করা হয়েছিল ওয়েডিং গাউনটি। দাম শুনলে চক্ষু আরও ছানাবড়া হওয়ার জোগাড় হবে। ১০ হাজার মার্কিন ডলার!

 

Related Posts

Leave a Reply