May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সৌদি ৩০০ কোটি টাকা ঋন দিতে চলেছে পাকিস্তানকে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সৌদি আরবের কাছ থেকে ৩০০ কোটি ডলার ঋণ পেতে চলেছে পাকিস্তান। প্রবল দুর্দিনের সময় এই ঋণ পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

সৌদি সরকার ইসলামাবাদকে এক বছরের মেয়াদে তেল আমদানিতে তিন বিলিয়ন ডলারের সুবিধা দিতে রাজি হয়েছে। ভিডিওবার্তায় নিজের দেশের অর্থনৈতিক সংকটের বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেছেন, আমাদের ঋণের বোঝা থেকে মুক্ত হতে অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলাম। আমাদের অনেক ঋণ পরিশোধ করতে হয়েছে।

ইমরান খান বলেন, সংকট উত্তরণে সৌদি আরব থেকে আমরা দারুণ প্যাকেজ পেয়েছি, যা আমাদের সংকট দূর করবে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। সেই সময়েই দুই দেশের প্রধানদের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

Related Posts

Leave a Reply